১) প্রথমে MarineShadi.com এ প্রবেশ করুন এবং হোম পেজের উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।
২) Create Account এ ক্লিক করুন।
৩) রেজিস্ট্রেশন ফর্ম প্রদর্শিত হবে। আপনার নাম লিখুন এবং জেন্ডার সিলেক্ট করুন।
৪) আপনার ইমেইল লিখে Verify বাটনে ক্লিক করুন। আপনার ইমেইল সঠিক হলে সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। নির্ধারিত স্থানে ভেরিফিকেশন কোড প্রবেশ করিয়ে Confirm বাটনে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৫) আপনার মোবাইল নাম্বার লিখে Verify বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার সঠিক হলে সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। নির্ধারিত স্থানে ভেরিফিকেশন কোড প্রবেশ করিয়ে Confirm বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৬) একটি পাসওয়ার্ড নির্বাচন করুন।
৭) মেরিন শাদির Terms and Condition এবং Privacy এর সাথে একমত হলে চেকবক্স চেক করুন।
৮) Create account বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করুন।
১. প্রথমে মেরিন শাদিতে লগইন করুন। মেরিন শাদিতে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট তৈরি করুন।
২. লগইন করার পর হোম পেজ বা ড্যাশবোর্ড থেকে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।
৩. বায়োডাটা তৈরির পূর্বে মেরিন শাদির শর্ত সমূহ পড়ুন এবং সম্মত হলে চেকবক্স চেক করে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।
৪. বায়োডাটা ফর্ম প্রদর্শিত হবে। ফর্মে সকল তথ্য সঠিকভাবে দেয়া শেষ হলে বায়োডাটা রিভিউ পেজে প্রবেশ করবেন এবং সব তথ্য ভালভাবে পরিদর্শন করে Submit বাটনে ক্লিক করে বায়োডাটা জমা দিন।
৫. কয়েকদিনের মাঝে মেরিন শাদির কাস্টমার কেয়ার থেকে আপনার অভিভাবক এবং আপনাকে কল করে ভেরিফাই করা হতে পারে।
৬. মেরিন শাদি কাস্টমার কেয়ার কর্তৃক আপনার বায়োডাটা রিভিউ শেষে একটি মেইল দিয়ে এপ্রুভ অথবা নট-এপ্রুভ স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ ।
লক্ষণীয়ঃ বায়াডাটায় সকল তথ্য স্পষ্ট করে লিখবেন।
১. প্রথমে মেরিন শাদি একাউন্টে লগইন করুন।
২. লগইন করার উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।
৩. বায়োডাটা এডিট করুন বাটনে ক্লিক করুন।
৪. বায়োডাটা ফর্মটি প্রদর্শিত হবে, আপনি যে তথ্যটি এডিট করতে চান সেখানে প্রবেশ করে এডিট শেষে বায়োডাটা রিভিউ করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
৫. মেরিন শাদি কাস্টমার কেয়ার থেকে আপনার এডিট করা তথ্য রিভিউ করা হবে।
৬. রিভিউ শেষে একটি মেইল দিয়ে এপ্রুভ অথবা নট-এপ্রুভ স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ।
পাত্র/পাত্রী পক্ষের সাথে বিয়ের কথা চলা অবস্থায় আপনার বায়োডাটা হাইড করে রাখুন। এছাড়াও আপনি যে কোনো কারণে যে কোনো সময়কালের জন্য এক ক্লিকে বায়োডাটা হাইড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার বায়োডাটা সার্চ রেজাল্টে দেখানো হবে না।
১. প্রথমে মেরিন শাদি একাউন্টে লগইন করুন।
২. লগইন করার পর ড্যাশবোর্ডে যান অথবা উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।
৩. Biodata Status এর নিচে স্লাইড বাটনে ক্লিক করুন।
৪. আপনাকে একটি কনফার্মেশন পপআপ দেখাবে।
৫. Ok বাটনে ক্লিক করে বায়োডাটা হাইড করুন।
একই উপায়ে আবার যে কোনো সময় বায়োডাটা লাইভ করতে পারবেন। তবে কোন তথ্য এডিট করা হলে কাস্টমার কেয়ার আপনার বায়োডাটা আবার রিভিউ করবে।
আপনি যে কোনো সময় আপনার বায়োডাটা নিজেই ডিলিট করতে পারবেন।
১. প্রথমে মেরিন শাদি একাউন্টে লগইন করুন।
২. লগইন করার পর ড্যাশবোর্ডে যান অথবা উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।
৩. সেটিংস এ ক্লিক করুন।
৪. বায়োডাটা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট সম্পন্ন করুন।
লক্ষণীয়: আপনার বায়োডাটা ডিলিট করলে আর ফেরত আনতে পারবেন না। সাময়িক সময়ের জন্য প্রয়োজন হলে হাইড করে রাখতে পারেন।
আপনি কানেকশন ব্যবহারের মাধ্যমে কোনো বায়োডাটার যোগাযোগ তথ্য দেখে থাকলে, সেই বায়োডাটার ব্যাপারে কোনো অভিযোগ করতে চাইলে-
১. উক্ত বায়োডাটার নিচে Report বাটনে ক্লিক করুন। অথবা ড্যাশবোর্ড থেকে আমার ক্রয়সমূহ মেনুতে যান। সেখান থেকে অভিযুক্ত বায়োডাটার পাশের Report বাটনে ক্লিক করুন।
২. নির্ধারিত ফর্ম পূরণ করে আপনার অভিযোগ করুন।
কাস্টমার কেয়ার থেকে তা যাচাই করে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে ইন শা আল্লাহ।
মেরিন শাদিতে একজন পাত্র বা পাত্রীর অভিভাবকের যোগাযোগের নাম্বার দেখতে একটি কানেকশন ব্যবহার করতে হয়। যা বর্তমানে একদম বিনামুল্যে ব্যবহার করা যাচ্ছে।